বিগ ব্যাশ লিগে ব্রিজবেন হিটের বিপক্ষে অবসর ভেঙে ব্যাটিংয়ে নামলেন সিডনি থান্ডারের সহকারী কোচ ড্যান ক্রিস্টিয়ান। জেভিয়ার বার্টলেটের বল স্কয়ার লেগের ওপর দিয়ে উড়িয়ে ৯২ মিটার ছক্কা হাঁকালেন তিনি! ধারাভাষ্যকার বললেন, ‘কী চমৎকার শট।’ ৪১ বছর বয়সেও পেশির জোর দেখালেন ক্রিস্টিয়ান। অথচ ২২ গজে নয়, তার থাকার কথা ছিল ডাগআউটে, দলের কোচিং স্টাফে।
২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিগ ব্যাশের সেমি-ফাইনালে সিডনি সিক্সার্সের হার দিয়ে পেশাদার ক্রিকেটকে বিদায় জানান ক্রিস্টিয়ান। তারপর থেকে সিডনি থান্ডারের সহকারী কোচ হিসেবে কাজ করছিলেন তিনি।
চলতি বিগ ব্যাশেও তিনি পালন করছিলেন একই দায়িত্ব। কিন্তু গত শুক্রবার পার্থ স্কর্চার্সের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় মুখোমুখি সংঘর্ষে মারাত্মক চোট পান থান্ডারের দুই ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রফট ও ড্যানিয়েল স্যামস। চোটে আগে থেকে বাইরে আছেন দলটির আরও চার ক্রিকেটার। তাই বদলি হিসেবে দলে যুক্ত করা হয় ক্রিস্টিয়ানকে।
গ্যাবায় সোমবার ব্রিজবেন হিটের বিপক্ষে ম্যাচ দিয়ে দুই বছর পর পেশাদার ক্রিকেট ম্যাচ খেলতে নামেন তিনি। আটে নেমে ২ ছক্কায় ১৫ বলে করেন অপরাজিত ২৩ রান। ডেভিড ওয়ার্নারের ফিফটি ও তার ক্যামিওতে ১৭৩ রানের পুঁজি গড়ে থান্ডার।
পরে ৪ ওভারে ২৫ রান দিয়ে ন্যাথান ম্যাকসুয়েনির উইকেট নেন ক্রিস্টিয়ান। তবে ম্যাচ হেরে যায় তারা ৫ উইকেটে। ম্যাক্স ব্রায়ান্টের ৩৫ বলে ৭২ রানের ঝড়ো ইনিংসে ব্রিজবেন লক্ষ্য ছুঁয়ে ফেলে ৭ বল বাকি থাকতে।
ক্রিস্টিয়ান ২০টি দলের হয়ে খেলেছেন মোট ৪১০ ম্যাচ। ১৩৭.৭৯ স্ট্রাইক রেটে রান ৫ হাজার ৮৪৮। বল হাতে নিয়েছেন ২৮১টি উইকেট।