কয়েক মাস পরেই উঠবে আইপিএলের পর্দা। অনেকেই মনে করছেন, মাহেন্দ্র সিংহ ধোনির এই মৌসুম শেষেই নিজের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানবেন। তাই অবসরের পরের সময়টা কীভাবে কাটাবেন ধোনি? সেই প্রশ্নও উঠছে ঘুরে ফিরে। এই প্রশ্নের উত্তরটা দিয়েছেন দুই বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে ধোনিকে অবসর পরবর্তী জীবন নিয়ে উত্তর দিতে শোনা যায়। ধোনি বলেছেন, ‘আমি এখনও ওটা নিয়ে চিন্তা করিনি। এখনও ক্রিকেট খেলছি। আইপিএলে সক্রিয় ভাবে অংশ নিচ্ছি। ক্রিকেটের পর কিসে মন বসে সেটা নিয়ে এখনও ভাবিনি। তবে একটা বিষয় নিশ্চিত, সেনাবাহিনীর সঙ্গে আরও বেশি করে সময় কাটাতে চাই। গত কয়েক বছরে সেই সুযোগ খুব বেশি পাইনি।’
নিলামের পরে চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং এই প্রশ্নের জবাবে উত্তর দিয়েছিলেন, ‘ধোনির পরে আগামী ১০ বছরের জন্য নেতা ভাবা রয়েছে আমাদের। আমরা জানি এটা নিয়ে প্রশ্ন আসবে। কিন্তু ধোনিকে দেখে যা বুঝেছি, ক্রিকেট নিয়ে ও আগের মতোই আগ্রহী। দল এবং ফ্র্যাঞ্চাইজির প্রতি আবেগ আগের মতোই রয়েছে। তার পরে কী হতে পারে সেই পরিকল্পনাও ভাবা রয়েছে।’