অবসরের পরিকল্পনা জানালেন রোনালদো!

0

ফুটবলকে বিদায় জানানোর পরিকল্পনা করে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কবে অবসর নেবেন, তা ক্লাব আল নাসের এবং পর্তুগালের কর্মকর্তাদের জানিয়ে দিয়েছেন ৩৮ বছরের এই ফুটবলার।

বয়স বাড়লেও ফুটবল দক্ষতা কমেনি রোনালদোর। এখনও পাল্লা দিয়ে সর্বোচ্চ পর্যায়ে খেলছেন তিনি। দেশকে ইউরো কাপ দিলেও বিশ্বকাপ অধরাই থেকে গিয়েছে তার। তাই এখনই ফুটবলকে বিদায় জানাতে চান না। ২০২৬ সালে আর একবার চেষ্টা করতে চান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। তাই পেশাদার ফুটবল চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এর আগে এক বার ২০২৪ সাল পর্যন্ত পেশাদার ফুটবল খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন রোনালদো। সেই পরিকল্পনা পরিবর্তন করেছেন। আরও তিন বছর খেলতে চান তিনি। এখনও পর্যন্ত দেশের হয়ে ২০১টি ম্যাচ খেলে ১২৩টি গোল করেছেন সিআর৭।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here