অবশেষে সেই ১ উইকেটের অপেক্ষা ফুরাল আফ্রিদির

0

অবশেষে টেস্ট ক্রিকেটে এক শ উইকেটের মাইলফলক ছুঁতে এক বছরের অপেক্ষা ফুরাল পাকিস্তানের পেস তারকা শাহিন শাহ আফ্রিদির। আজ রবিবার থেকে গলে শুরু হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে তিনি এই মাইলফলক স্পর্শ করেন। ইনজুরির কারণে একশ’ উইকেটের জন্য প্রায় এক বছর অপেক্ষা করতে হয়েছে আফ্রদিকে। প্রয়োজন ছিল মাত্র এক উইকেটের।

শ্রীলঙ্কার ওপেনার নিশান মাদুশকাকে ফিরিয়ে তিনি একশ’ উইকেটর মালিক হয়ে যান।

এক বছর আগে এই শ্রীলঙ্কায়ই নতুন বলে এক শ উইকেট শিকারের আশা করেছিলেন আফ্রিদি। কিন্তু তার আগেই তিনি ইনজুরিতে আক্রান্ত হয়ে ছিটকে যান। সেই ইনজুরি কাটিয়ে তিনি গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেন। কিন্তু ফাইনালে আবারও চোট পাওয়ায় টেস্ট ক্রিকেটে ফেরা দীর্ঘায়িত হয়। সেই শ্রীলঙ্কায়ই তিনি মাইলফলক ছুঁলেন। আফ্রিদির প্রত্যাবর্তন ম্যাচে অবশ্য বাগড়া দিয়েছে বৃষ্টি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here