অবশেষে ষাঁড়ের লড়াই নিষিদ্ধ করল কলম্বিয়া

0

নানা সামালোচনার পর অবশেষে ষাঁড়ের লড়াই নিষিদ্ধে বিল পাস করেছে কলম্বিয়ার সরকার। মঙ্গলবার এ বিষয়ে কংগ্রেসের নিম্ন কক্ষে একটি বিল পাস করা হয়।

কলম্বিয়ার কংগ্রেসের আইনপ্রণেতা জন কার্লস বলেছেন, সাত বছর ধরে লড়াই করার পর আমরা এই বিলটি পাস করেছি। আমরা এ দেশের হাজার হাজার জনতাকে বলতে চাই যারা ষাঁড়ের পিঠে চড়ার মতো পশু নির্যাতনকে ভালোবাসে তারা একটি অপসংস্কৃতি লালন করে।

কলম্বিয়াতে দীর্ঘদিন ধরেই ষাঁড়ের লড়াই নিয়ে পক্ষে-বিপক্ষে তর্ক চলেছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে দেশটিতে ষাঁড়ের লড়াই নিষিদ্ধ করে সরকার। নিষিদ্ধের পক্ষে ভোট পরে ৯৩টি, বিপক্ষে ভোট পরে মাত্র ২টি। দেশটিতে ষাঁড়ের লড়াই খেলাধুলা ও বিনোদনের এক ধরনের সংস্কৃতি হিসেবে বিবেচনা করতেন কেউ কেউ। তবে এটি পশুর প্রতি অমানবিক আচরণ বলে যুক্তি দেখিয়েছে নিষিদ্ধের পক্ষে থাকা আইনপ্রণেতারা। সূত্র: আনাদোলু এজেন্সি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here