অবশেষে মাকেও ফিরে পেলেন তুরস্কের সেই ‘মিরাকল বেবি’

0

গত ৬ ফেব্রুয়ারি ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত হয় তুরস্কের দক্ষিণাঞ্চল। এতে ধ্বংসস্তূপে পরিণত হয় ওই এলাকা ও প্রতিবেশী সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল। এতে দুই দেশে ৫০ হাজারের বেশি মানুষ নিহত হয়।

ভয়াবহ ওই ভূমিকম্পের ১২৮ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়েছিল দুই মাসের এক শিশু।

তখন জানা গিয়েছিল, তার মা আর বেঁচে নেই। অবশেষে শিশুটির জন্য সুখবর এল! তার মাও বেঁচে আছেন। সে কথা জানিয়েছেন ইউক্রেনের মন্ত্রী আন্তন জেরাশ্চেঙ্কো।

সোমবার একটি টুইট করেছেন আন্তন। সেখানে উদ্ধার হওয়ার পর সেই শিশুর ছবি এবং এখন মায়ের কোলে তার ছবি পাশাপাশি পোস্ট করেছেন।

লিখেছেন, “এই শিশুটিকে নিশ্চয়ই মনে আছে আপনাদের। তুরস্কে ভূমিকম্পের ১২৮ ঘণ্টা পর শিশুটি উদ্ধার হয়েছিল। তখন প্রকাশিত হয়েছিল যে, শিশুটির মা মারা গিয়েছেন। প্রকৃত ঘটনা এই, শিশুটির মা বেঁচে আছেন। অন্য একটি হাসাপাতলে তার চিকিৎসা চলছে। ৫৪ দিন আলাদা থেকে ডিএনএ পরীক্ষার ফল প্রকাশের পর তারা মিলিত হয়েছেন।”

ইউক্রেনের মন্ত্রীর টুইটটি প্রায় ৫১ লাখ মানুষ দেখেছেন। এতে সমাজিক যোগোযোগমাধ্যম ব্যবহারকারীরা উচ্ছ্বসিত।

অনেকেই লিখেছেন, ‘অলৌকিক’ শিশুর সঙ্গে আরও এক ‘অলৌকিক’ কাণ্ড ঘটল। অনেকেই সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন।

গত ১৩ ফেব্রুয়ারি শিশুটির উদ্ধারের পোস্ট করেছিলেন একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান। সেই পোস্ট ভাইরাল হয়ে গিয়েছিল। সূত্র: সিবিএস নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here