ভারতের তারকা ব্যাটার স্মৃতি মান্ধানার বিয়ে হওয়ার কথা ছিল আগামী ২৩ নভেম্বর। সংগীতজ্ঞ পলাশ মুচ্ছলের সঙ্গে এই বিয়েকে ঘিরে ভারতের ক্রিকেটাঙ্গনে ছিল উৎসবের আমেজ। বিশেষ করে মাসের শুরুতে ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের পর মান্ধানার বিয়েকে ঘিরে উচ্ছ্বাস আরও বেড়ে যায়।
কিন্তু বিয়ের দিনই অসুস্থ হয়ে পড়েন মান্ধানার বাবা। সে কারণে স্থগিত করা হয় বর-কনের শুভ পরিণয়ের আয়োজন। এরপর পলাশও ভর্তি হন হাসপাতালে। এই সময়ই গুঞ্জন ছড়িয়ে পড়ে—মান্ধানার বন্ধু ও বিয়ের কোরিওগ্রাফারের সঙ্গে নাকি পলাশের ‘বিশেষ সম্পর্ক’ রয়েছে। শুরু থেকেই এই গুজব অস্বীকার করে আসছেন পলাশ ও তার পরিবার। তবে মান্ধানার পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সবশেষে সেই গুঞ্জনকে আরও জোরালো করে স্মৃতি মান্ধানাই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, বিয়ে বাতিল করা হয়েছে। তার সংক্ষিপ্ত বার্তা থেকেই বোঝা যায়—ব্যক্তিগত কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তিনি বিষয়টি সম্মান ও শান্তভাবে সামলাচ্ছেন।
ইনস্টাগ্রামে দেওয়া বার্তায় স্মৃতি মান্ধানা লিখেছেন, “গত কয়েক সপ্তাহ ধরে আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলছে। আমি অন্তর্মুখী মানুষ, কিন্তু স্পষ্ট করতে চাই, বিয়ে বাতিল হয়েছে। আমি চাই উভয় পরিবারের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করা হোক এবং আমাদের নিজেদের মতো পরিস্থিতি সামলানোর সুযোগ দেওয়া হোক। আমার জীবনের মূল লক্ষ্য সবসময় দেশের জার্সি গায়ে খেলতে থাকা এবং সাফল্য অর্জন করা।”
পলাশ মুচ্ছলও পরে সামাজিক মাধ্যমে নিজের অবস্থান জানিয়ে লিখেছেন, “আমি ব্যক্তিগত সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি। ভিত্তিহীন গুজবের কারণে মানুষের প্রতিক্রিয়া আমার জন্য কঠিন সময়ের সৃষ্টি করেছে। যারা মিথ্যা ও মানহানিকর কনটেন্ট ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের দল আইনি ব্যবস্থা নেবে। এই কঠিন সময়ে পাশে থাকা সকলকে ধন্যবাদ।”
এর আগে ২৩ নভেম্বর বিয়ের দিন সকালে হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর পর স্মৃতির পক্ষ থেকে জানানো হয়, তার বাবার অসুস্থতার জন্য তিনি বিয়ে স্থগিত রাখছেন। এরপর একই দিনে পলাশকেও হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। এই ঘটনার একদিন পরে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি মেসেজের স্ক্রিনশট ভাইরাল হয়। যেখানে এক নারীর সঙ্গে পলাশের সম্পর্কের বিষয়টি উঠে আসে।
স্ক্রিনশটে দেখা যায় ম্যারি ডি’কোস্তা নামে এক নারী ও পলাশের কথোপকথন। ওই নারীই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ সব স্ক্রিনশট শেয়ার করেছেন। যেখানে পলাশকে তার রূপের প্রশংসা করতে দেখা গিয়েছে। এছাড়া ম্যারি ডি’কোস্তার সঙ্গে দেখা করতে ও সাঁতারও কাটতে চান পলাশ।
সেইসঙ্গে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে থাকা বিয়ে সংক্রান্ত সব পোস্ট মুছে দেন স্মৃতি মান্ধানা। এতে বিয়ে হবে কি না তা নিয়ে শুরু হয় জল্পনা-কল্পনা। অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত কারণেই বিয়ে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মান্ধানা।
উভয়েই বিয়ে বাতিল হওয়ার কোনো নির্দিষ্ট কারণ প্রকাশ করেননি, তবে নিজেদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান চেয়েছেন। ক্রিকেটের মাঠে যেমন নিয়ম-শৃঙ্খলা মেনে চলা জরুরি, তেমনি ব্যক্তিগত জীবনে গোপনীয়তা রক্ষা করাও এখন তাদের কাছে অগ্রাধিকার।

