এক বছরেরও বেশি সময় পর এবার চীনে দেখা গেল আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা’কে। আজ সোমবার তিনি হাংঝোউ শহরে একটি বিদ্যালয় পরিদর্শন করেছেন।
জ্যাক মা এসময় উনগু স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন। ২০১৭ সালে আলিবাবার অর্থায়নে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল। এই পরিদর্শনে জ্যাক মা স্কুলটির শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে চ্যাটজিপিটির মতো নানা আলোচিত বিষয় নিয়ে আলোচনা করেন।
২০১৯ সালেই আলিবাবার চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন জ্যাক মা। এরপর তিনি বের হন দেশ ভ্রমণে। এর মাঝেই খবর চাউর হয়েছিল, চীনা কর্তৃপক্ষের সাথে দ্বন্দ্বের কারণে নিরুদ্দেশ হয়েছেন জ্যাক মা। তার সঠিক অবস্থান জানা যাচ্ছিল না। এ নিয়ে ব্যাপক জল ঘোলাও হয়।
সূত্র: বিবিসি