মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়ার এক সপ্তাহ পর ‘রজনীগন্ধা’ ফেরিকে উদ্ধার করা হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) সাড়ে ১০টার দিকে ফেরিটিকে উদ্ধার করা হয়।
পরে ফেরিটিকে পাটুরিয়া ঘাটের সৌরবিদ্যুৎ প্যানেল প্রকল্প এলাকায় এনে নোঙর করে রাখা হয়। পাশাপাশি তীরে আনা হয় ডুবে যাওয়া ৯টি যানবাহনও। নৌবাহিনীর ডুবুরি দলের প্রধান লেফটেন্যান্ট শাহ পরান ইমন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, নদীতে প্রচণ্ড স্রোতের পাশাপাশি কুয়াশা ও কনকনে শীতের কারণে উদ্ধার কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছিল। নানান প্রচেষ্টার মধ্য দিয়ে ফেরিটিকে নদীর তলদেশ থেকে ওপরে উঠানো সম্ভব হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটের কাছে ৯টি যানবাহনসহ ইউটিলিটি ফেরি রজনীগন্ধা ডুবে যায়। দুর্ঘটনার ষষ্ঠ দিনে পদ্মায় ভাসমান অবস্থায় ফেরির ইঞ্জিন চালকের লাশ উদ্ধার হয়। ডুবে যাওয়ার দিন উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ গিয়ে একটি কভার্ডভ্যান ও একটি ট্রাক উদ্ধার করে। পরদিন আরেক উদ্ধারকারী জাহাজ ‘রুস্তম’ গিয়ে উদ্ধার করে তুলা বোঝাই একটি ট্রাক। পরে উদ্ধার অভিযানে যুক্ত হয় উদ্ধারকারী আরেক জাহাজ ‘প্রত্যয়’।