বাঁহাতি ব্যাটার ইমরুল কায়েসের নেতৃত্বে তিনবার বিপিএল চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তারপরও ইমরুলকে দল পেতে অপেক্ষা করতে হয়েছে ড্রাফটের শেষ ভাগ পর্যন্ত। তবে শেষের দিকে ইমরুলকে দলে ভিড়িয়েছে কুমিল্লা।
বিপিএল ড্রাফটের ‘বি’ ক্যাটাগরিতে ছিলেন ইমরুল। তাকে ৫০ লাখ টাকায় দলে ভেড়ায় কুমিল্লা।
কুমিল্লার দলে এবারও আছে বাঘাবাঘা নাম। চারবারের চ্যাম্পিয়নদের দল মোহাম্মদ রিজওয়ান, সুনীল নারাইন, রশিদ খান, মঈন আলীদের বাগিয়ে নিয়েছে।