মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে অভিষেক করলেন ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন তেন্ডুলকারের ছেলে অর্জুন তেন্ডুলকার। আজ রবিবার দিনের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছেন অর্জুন।
পেটের সমস্যার কারণে আজ অধিনায়ক রোহিত শর্মা মাঠে নামতে পারেননি। তার বদলে সূর্যকুমার যাদব আজ মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্ব পালন করবেন। আর তার নেতৃত্বেই আজ আইপিএল অভিষেক হল সচিন পুত্র অর্জুন টেন্ডুলকারের।
উল্লেখ্য, নিলামের শেষ মুহূর্তে অর্জুনকে কিনেছিল আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্স। এবার দেখার তিনি কী প্রতিদান দেন। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে কলকাতা নাইট রাইডার্স। যে কারণে আজও সাইড বেঞ্চে বসে থাকতে হচ্ছে লিটন কুমার দাসকে।