জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও হলিউডের প্রথম সারির নির্মাতাদের প্রায় সবার ছবিতেই কাজ করেছেন। তবে পল অ্যান্ডারসনের ছবিতে অভিনেতাকে দেখার ইচ্ছা ভক্তদের অপূর্ণই রয়ে গিয়েছিল। অবশেষে প্রতীক্ষা ফুরাল!
‘গার্ডিয়ান’র তালিকায় একুশ শতকের সেরা ১০০ ছবির মধ্যে সবচেয়ে ওপরে আছে পল থমাস অ্যান্ডারসনের ২০০৭ সালের সিনেমা ‘দেয়ার উইল বি ব্লাড’। এই কালজয়ী নির্মাতার ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন ডিক্যাপ্রিও। তার সঙ্গে আরও থাকছেন শন পেন ও রেজিনা হল।
সিনেমার শুটিং হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়। একই স্থানে শুটিং হয়েছিল নির্মাতার ‘ম্যাগনোলিয়া’, ‘বুগি নাইটস’, ‘পাঞ্চ-ড্রাংক লাভ’ ‘ইনহেরেন্ট ভাইস’ এবং ‘লিকোরাইস পিজ্জা’ ছবির।
পল অ্যান্ডারসনের ‘দ্য মাস্টার’, ‘দেয়ার উইল বি ব্লাড’, ‘ফ্যান্টম থ্রেড’, ‘বুগি নাইটস’ এবং ‘ম্যাগনোলিয়া’ সিনেমাগুলো চলচ্চিত্রটি দর্শকদের কাছে দারুণ সমাদৃত হয়েছে।