‘অফিসিয়ালি জানতে পারলে উত্তরটা অফিসিয়ালিই হবে’

0

কদিন আগেই গানবাংলা টিভির চেয়ারপারসন ফারজানা মুন্নির ফেসবুক থেকে তার স্বামী গানবাংলার প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস ও নায়িকা বুবলীকে নিয়ে একটি স্ট্যাটাস ভাইরাল হয়। এরপরই তাদের প্রেমের খবরে সরগরম হয় সোশ্যাল মিডিয়া। যদিও ফারজানা মুন্নি পরবর্তীতে আরেকটি ফেসবুক স্ট্যাটাসে জানান, হ্যাকারদের কবলে পড়েছিল তার আইডি। 

বিষয়টি অনেকটা ধামাচাপা পড়তেই এবার শুক্রবার রাতে কয়েকটি ফেসবুক পেইজে বুবলী-তাপসের প্রেম নিয়ে ফারজানা মুন্নি ও নায়িকা অপু বিশ্বাসের কথোপকথন দাবি করে একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়েছে। যা এরই মধ্যে টক অব দ্য মিডিয়ায় পরিণত হয়েছে। ডালপালা মেলছে নানা গুঞ্জনের। যদিও অডিও রেকর্ডটির সত্যতা যাচাইয়ে সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি ফারজানা মুন্নি ও অপু বিশ্বাসের। তবে কথা হয়েছে বুবলীর সঙ্গে।

বুবলীর মুখের কথা কেড়ে নিয়েই জানতে চাওয়া হয়, তাহলে এখন যে কথাগুলো বলছেন তা কি অফিসিয়াল কথা নয়? প্রতি উত্তরে বুবলী বলেন, ‘দেখুন যেসব অভিযোগের কথা বললেন সেটাতো আমাকে কেউ করেনি। জাস্ট একটা অডিও ভাইরাল হয়েছে। যেখানে এক তরফাভাবে একজনের কথা শোনানো হচ্ছে। সুতরাং আমি যেহেতু অফিসিয়ালি কিছু জানি না, তাই এসব বিষয় নিয়ে আর কোনো কথা বলতে চাই না।’ 

বুবলী আরও বলেন, ‘আমাকে নিয়ে যদি কারো সমস্যা থাকে তাহলে অফিসিয়ালি কথা বলুক, প্রমাণসহ কথা বলুক- তখন আমিও আমার কাজের সমস্ত প্রমাণসহ ডেট নিয়ে অফিসিয়ালি কথা বলবো, সাংবাদিক সম্মেলন করে আইনানুগ ব্যবস্থা নেব। এতো লুকোচুরি করছে কেনো?’

বুবলী বলেন, ‘একবার জানানো হচ্ছে আইডি হ্যাক করা হয়েছে, আরেকবার সেই আইডি থেকে স্ট্যাটাস ডিলিট করা হয়েছে, আবার কীসের কি লিক নামক অডিও ফাঁস বলা হচ্ছে, সেই অডিও আবার একজনের কথা দিয়ে এক তরফা এডিট করা, অপর পাশে কারা কি কথা বলছেন কিংবা কারো দ্বারা ম্যানিপুলেট করা কিনা- তাও বোঝা যাচ্ছে না।’

অডিও রেকর্ডটির বিষয়ে বুবলী আরও বলেন, ‘কোনো কনভারসেশনে শুধু একজনের কথা যেখানে রাখা হয়, সেখানে কি উদ্দেশ্য থাকে? আপনারাই বলুন। এমনকি অডিওতে মিম, পরী, মাহি কারো সাথে কথা হলো না, শুধু অপু বিশ্বাসের সাথেই নাকি কথা হলো- ব্যাপারগুলো এত পরিকল্পিত যে আমার বুঝতে বাকি নেই কী নোংরামো হচ্ছে। আমার সন্তান শেহজাদকে সামনে আনার পর থেকে আমার সাথে যা যা হচ্ছে তা অতীতের আর্কাইভ দেখার অনুরোধ থাকলো। গেল আগস্টে শাকিব খান যখন ঘোষণা দিলেন- এরপর বীর যাবে আমেরিকা। আর যখন বীরের স্কুল ডেতে একসঙ্গে আবার দেখা গেল আমাদের, তখন এসব নোংরামোর মাত্রা আরও বেড়ে গেল। আমি শুধু অফিসিয়াল স্টেটমেন্ট এর জন্য অপেক্ষা করছি, তখন এই সমস্ত কিছুর উত্তর দিবো প্রমাণসহ। যারা এসব মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে প্রত্যেকবার তাদের প্রত্যেককে আমি চিহ্নিত করেছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here