অপেক্ষা বাড়ছে রণবীরের ধুম-৪ এর, শুটিং শুরু কবে?

0

ব্যস্ত সময় পার করছেন রণবীর কাপুর। হাতে প্রচুর সিনেমার কাজ। কখনো সঞ্জয় লীলা বনশালি, তো কখনো সন্দীপ রেড্ডি ভাঙ্গা। সঙ্গে ‘রামায়ণ’-এর মতো বড় কাজ তো আছেই। এর মধ্যে প্রস্তুতি শুরু ধুম ফোর’ এর। বলিপাড়ায় গুঞ্জন, ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমার জন্য ভিলেন খোঁজা হচ্ছে দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে।

আপাতত চলছে সঞ্জয় লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার শুটিং। যে সিনেমায় আলিয়া ভাট ও ভিকি কৌশলও আছেন। তারপরও একাধিক ছবি রয়েছে রণবীরের হাতে। নীতীশ তিওয়ারির ‘রামায়ণ’ নিয়ে চর্চা তো দীর্ঘদিন ধরেই। সেটিও রয়েছে ব্রহ্মাস্ত্র অভিনেতার ব্যস্ততার ঝুলিতে। এত কিছুর মধ্যে অপেক্ষা থাকবে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমাল’-র সিক্যুয়েল ‘অ্যানিমাল পার্ক’-র জন্য।

ফলে সব মিলিয়ে ‘ধুম ফোর’-এর শুটিং শুরু হতে হতে ২০২৬ সালের এপ্রিল মাস লেগে যাবে। সবে প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে। সূত্রের খবর, ধুম ফোরে রণবীরের লুক কেমন হবে তা নিয়ে এখনও পরীক্ষা-নিরীক্ষা চলছে। হাতের দুটি সিনেমা শেষ করে তবে এতে হাত দেবেন। 

সিনেমাটিতে দুজন অভিনেত্রী থাকার কথা। সেখানে কাদের বাছা হবে, সেটিও চূড়ান্ত হয়নি। চমক থাকতে পারে ভিলেনে। শোনা যাচ্ছে, দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় কারো ওপরই সেই দায়িত্ব পড়বে।

২০১৩ সালে ধুম ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা রিলিজ করেছিল। সেখানে ছিলেন আমির খান, অভিষেক বচ্চনরা। তারপর প্রায় একযুগ কেটে গেছে। রণবীরের ব্যস্ততার জন্য না হয় আরও কিছুটা দেরি হলোই! ২০২৬-এর মার্চে ‘লাভ অ্যান্ড ওয়ার’ মুক্তি পাওয়ার কথা। আর দীপাবলিতে রাম চরিত্রে দেখা যাবে তাকে। যেখানে সীতার চরিত্রে সাই পল্লবী ও রাবণের ভূমিকায় থাকবেন যশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here