অপুষ্টিতে ভুগছে মালির ১০ লাখেরও বেশি শিশু: জাতিসংঘ

0

আফ্রিকার দেশ মালিতে ১০ লাখের বেশি শিশু অপুষ্টিতে ভুগছে। এর মধ্যে দুই লাখেরও বেশি শিশু রয়েছে মৃত্যুর ঝুঁকিতে।

শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করেছে জাতিসংঘ।

মালি সফর শেষে ইউনিসেফ ও জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা সাংবাদিকেদের এসব তথ্য জানান।

ইউনিসেফের কর্মকর্তা টেড চাইবান বলেন, “কঠিন মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে মালি। এই সংকট মোকাবেলায় জরুরি সহায়তার প্রয়োজন।”

এই সংকট মোকাবেলায় ইউনিসেফ কাজ চালিয়ে যাবে বলেও আশ্বাস দেন তিনি।  

২০২০ সালের পর থেকে দুটি অভ্যুত্থান ঘটে মালিতে। এ পরিপ্রেক্ষিতে নানা ধরনের সংঘাতে জর্জরিত দেশটির নাগরিকরা দুর্বিষহ জীবনযাপন করছে। সূত্র: ইউনিসেফ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here