অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার ১

0

ময়মনসিংহের ভালুকায় নবম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের ১১ দিন পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকার কেরানীগঞ্জ সদর থেকে অপহৃতাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অপহৃতের বাবা বাদী হয়ে হৃদয় দাস (১৮) ও তার বোন শিবানী রানী দাসকে (২২) আসামি করে মডেল থানায় মামলা করেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সাতেঙ্গা গ্রামের স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণীর ছাত্রীকে ২৭ নভেম্বর সকালে বাড়ির কাছ এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যায়। এ সময় রাস্তার পাশে ওঁৎ পেতে বসে থাকা লোক ওই ছাত্রীকে একটি সিএনজি চালিত অটোরিক্সায় উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। বৃহস্পতিবার রাতে কেরাণীগঞ্জ থেকে অপহৃতকে উদ্ধার ও এক আসামিকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ছাত্রীর বাবা একই গ্রামের রঞ্জিত দাসের ছেলে হৃদয় দাস ও তার বোন শিবানী রানী দাসকে আসামি করে ভালুকা মডেল থানায় অপহরণ মামলা করেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here