অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, থানায় মামলা

0

নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশির হাট ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের প্রবাসী সাইফুল ইসলামের মেয়ে স্কুলে যাওয়ার পথে অপহৃত হয়। অপহরণের একদিন পর শুক্রবার রাতে তাকে ফেনীর মহিপাল থেকে তাকে উদ্ধার করা হয়। ভিকটিম নিঝুমের মা আইনুন নাহার বাদী হয়ে কবিরহাট থানায় অপহরণের মামলা করেন। 

এদিকে রবিবার দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভিকটিমের মেডিকেল করা হয়েছে এবং আদালতে উঠানো হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ভিকটিম। এর আগে ২৯ আগস্ট সকালে বিদ্যালয় যাওয়ার পথে অপহরণের এ ঘটনা ঘটে। 

কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন বলেন, মেয়েটির সঙ্গে ছেলেটির দুঃসম্পর্কের আত্মীয়তার পরিচয়। তারা ১৫ দিন পূর্বেও একবার পালিয়ে যায়। 

মামলা তদন্তকারী কর্মকর্তা প্রভাত কর্মকার বলেন, স্কুলছাত্রীকে ফেনীর মহিপাল থেকে উদ্ধার করা হয়। তবে আসামি রুবায়েতকে পাওয়া যায়নি। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

কবিরহাট ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম সত্যতা স্বীকার করে বলেন, ভিকটিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here