কক্সবাজারের টেকনাফে বন পাহারা দিতে গিয়ে অপহৃত তিন বন প্রহরীকে ৭২ ঘণ্টার পর গহীন পাহাড়ের ভেতর থেকে স্থানীয় জনতা ও বনবিভাগের সদস্যদের সহযোগিতায় পুলিশ জীবিত উদ্ধার করেছে। এসময় দেশীয় তৈরি এক নলা লম্বা ২টি বন্দুক ও ৫ রাউন্ড তাজা কার্তুজসহ অপহরণকারী দলের একজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তি হলেন-মহেশখালী উপজেলার কালামারছড়ার বাসিন্দা মো. ফয়সাল (২৮)।
সোমবার বিকেলে টেকনাফের লেদা রোহিঙ্গা আশ্রয় শিবিরের পাহাড় থেকে স্থানীয় জনতা, পুলিশ ও বন বিভাগের লোকজন তাঁদের উদ্ধার করেন।
এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম।