সাভারের আশুলিয়ায় অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় সাত জনকে আটক করেছে র্যাব। এ ঘটনায় অপহৃত যুবককে উদ্ধার করা হয়।
পরে আসামিদের আশুলিয়া থানায় হস্তান্তর করে র্যাব। রবিবার দুপুরে গ্রেফতার আসামিদের রিমান্ড চেয়ে আশুলিয়া থানা থেকে আদালতে পাঠানো হলে বিকেলে তাদের রিমান্ড নামঞ্জুর করেন আদালত।
গ্রেফতাররা হলেন-লোকমান হোসেন (২১), রোহান হোসেন (২০), শাকিল ইসলাম(২০), নাজমুল হোসেন(২০), আল আমিন (২০), রাহাত খান(২০), জিন্নাত (২০)।
মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফ আহমেদ বলেন, বাদীর দায়ের করা মামলায় আসামিদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে আদালত রিমান্ডের আবেদন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠান।