অপহরণের অভিযোগে কলেজছাত্রীসহ গ্রেফতার ৫

0

রংপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সখ্যতা গড়ে তুলে তাদের অপহরণ করে টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। তেমনি একটি চক্রটি বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তাকে অপহরণ করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়া চেষ্টা করে।  অপহরণে অভিযোগে এক কলেজের ছাত্রীসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

পুলিশ সূত্রে জনা গেছে, দুই মাস আগে সদর উপজেলার ইশ্বরপুর শালমাপা এলাকার এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী মারিয়া চৌধুরীর সাথে ফেসবুকে পরিচয় হয় একটি প্রতিষ্ঠানের রংপুর বিভাগীয় এরিয়া ম্যানেজার শামস আল আরেফিন হাদির। হাদিকে বড় ভাই হিসেবে সম্বোধন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মেসেঞ্জারে তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হয়। সখ্যতার সূত্রে মারিয়া মঙ্গলবার দুপুরে হাদিকে রংপুর মহানগরীর কেরানীপাড়া চৌরাস্তার আইডিয়াল নার্সিং ইন্সটিউটের সামনে দেখা করার কথা বলে। ওই সময়ে হাদি অফিসের গাড়ি নিয়ে যান। সেখানে গেলে মারিয়া তার সহযোগী জাহাঙ্গীর আলম, মাসুদ রানা, শিহাব শাহরিয়ার, তুষার ইসলামকে নিয়ে জোরপূর্বক হাদিকে গাড়িতে উঠিয়ে নিয়ে মারিয়ার সহযোগী তুষার গাড়ির নিয়ন্ত্রণ নেয় এবং বদরগঞ্জে এলাকায় নিয়ে যায়। এ সময় হাদির কাছ থেকে তারা ৫ লাখ টাকা দাবি করে। না দিলে মারিয়ার সাথে অবৈধ সম্পর্ক আছে বলে প্রকাশ করে দেয়ার হুমকি দেয়। তারা হাদির সাথে থাকা দুটি ব্যাংকের ক্রেডিট কার্ড, এনআইডি, অফিসের পরিচয়পত্র, ব্যক্তিগত ছবিসহ বিভিন্ন তথ্য মোবাইলের মাধ্যমে সিন্ডিকেটের অন্যান্য জায়গায় প্রেরণ করে। এ সময় হাদির ফোনের পাসওয়ার্ড জোরপূর্বক নিয়ে তার অনলাইন ব্যাংকিংয়ের অ্যাকাউন্টের টাকা উত্তোলনের চেষ্টাও করে তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here