অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর শেল্টার হোম থেকে উদ্ধার করা হল বিড়ালগুলোকে

0
অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর শেল্টার হোম থেকে উদ্ধার করা হল বিড়ালগুলোকে

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় একটি শেল্টার হোম থেকে অর্ধশতাধিক বিড়াল উদ্ধার করেছে অ্যানিমাল রাইটস বিডি। শনিবার (৮ নভেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন এলাকা থেকে বিড়ালগুলো উদ্ধার করা হয়।

অ্যানিমাল রাইটস বিডির সদস্য সিফাত উল্লাহ জানান, শাহরিয়ার বিদ্যুৎ নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই শেল্টার হোমে বিড়াল পালনের নামে অনুদান ও টাকা সংগ্রহ করছিলেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসুস্থ ও অবহেলিত বিড়ালের ছবি দিয়ে ফান্ড সংগ্রহ করতেন।

তবে বাস্তবে প্রাণীগুলোকে না খাইয়ে, অস্বাস্থ্যকর ও দুর্গন্ধযুক্ত পরিবেশে ফেলে রাখা হয়েছিল। সিফাত উল্লাহ বলেন, শাহরিয়ার আমাদের কাছ থেকেও বিড়াল প্রতি দৈনিক খরচ দাবি করত। এ ছাড়া বিভিন্ন মানুষের কাছ থেকে বিড়াল নিয়ে পালনের প্রতিশ্রুতি দিয়ে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত নিত। কিন্তু তাদের যত্ন না করে ফেসবুক থেকে সংগৃহীত টাকা নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করত।

অভিযোগের বিষয়ে শাহরিয়ার বিদ্যুৎ বলেন, আমি একাই এই কাজ করি। বিড়ালগুলোর সঙ্গেই থাকি, খাই, ঘুমাই। একা সব কিছু করতে পারি না বলে পরিষ্কার-পরিচ্ছন্ন ঠিক থাকে না।

তবে সংগঠনের সদস্যদের মতে, শাহরিয়ারের কথাবার্তা ও আচরণে তার মানসিক ভারসাম্যহীনতার লক্ষণ দেখা গেছে। তারা বলেন, ওই স্থানটি কোনোভাবেই বিড়াল রাখার উপযুক্ত নয়। তাই আমরা বিড়ালগুলো উদ্ধার করেছি। ভবিষ্যতে যদি সে উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারে, তাহলে তাকে আবার প্রাণীগুলো লালন-পালনের সুযোগ দেওয়া হতে পারে।

উদ্ধারকৃত বিড়ালগুলোকে সংগঠনের তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here