অন্য নায়িকাকে জড়িয়ে ধরতেই চর্চিত প্রেমিকের ওপর রেগে লাল শেহনাজ গিল (ভিডিও)

0

‘বিগ বস’-এর ১৩তম সিজনে অংশগ্রহণ করে প্রথম নজরে আসেন পাঞ্জাবি অভিনেত্রী ও মডেল শেহনাজ গিল। ২০১৯ সালে ‘বিগ বস’-এই টেলিভিশন তারকা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে সাক্ষাৎ শেহনাজের। সেখান থেকেই গভীর বন্ধুত্ব, প্রেমও। যদিও প্রেমের জল্পনায় কখনও মুখ খোলেননি তারা কেউই। তবে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে সিদ্ধার্থের আকস্মিক মৃত্যুর পর অনেকটাই বদলে গেছেন শেহনাজ। গত দেড় বছরে শুধু মাত্র কাজেই মন দিয়েছেন এই রিয়্যালিটি তারকা। 

কাজের সূত্রেই নৃত্যশিল্পী রাঘব জুয়ালের সঙ্গে পরিচয় শেহনাজের। বলিপাড়ার অন্দরে খবর, সিদ্ধার্থের প্রয়াণের এত দিন পরে ফের প্রেমে নিজেকে সুযোগ দিতে চান শেহনাজ। জানা গেছে, সহ-অভিনেতা রাঘব জুয়ালের সঙ্গে নাকি প্রেম করছেন অভিনেত্রী। যদিও প্রেমের প্রশ্নে মুখে কুলুপ দুই নবাগত অভিনেতারই। তবে চোখের সামনেই যদি চর্চিত প্রেমিক অন্য নারীকে জড়িয়ে ধরেন, তা হলে?

সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির মাধ্যমে বড় পর্দায় পা রেখেছেন শেহনাজ। ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠান থেকে প্রচারধর্মী অনুষ্ঠান, সব জায়গাতেই হাজির ছিলেন তিনি। প্রচার ঝলক লঞ্চের অনুষ্ঠানে শেহনাজকে ‘এগিয়ে চলা’র পরামর্শ দেন বলিউডের ভাইজান। সেই সময় শেহনাজের পাশে না দাঁড়ালেও তার জন্য হাত বাড়িয়ে দিতে ভোলেননি ‘ডান্স ইন্ডিয়া ডান্স’ খ্যাত নৃত্যশিল্পী রাঘব জুয়াল। তখন থেকেই তাদের দু’জনের সম্পর্ক নিয়ে তুঙ্গে অনুরাগীদের কৌতূহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here