বাংলাদেশের বিপক্ষে বড় জয় দিয়ে এশিয়া কাপের সুপার ফোর পর্ব শুরু করেছে পাকিস্তান দল। শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তার দলের ব্যাটাররা সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেনি। নানা ধাপের ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তানকে ১৯৪ রানের টার্গেট দেয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট ও ৬৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাবরের দল।
দুর্দান্ত বোলিংয়ে ম্যাচসেরা হয়েছেন পাকিস্তানের গতিদানব হারিস রউফ। তবে শুধু ম্যাচসেরাই নন, রউফ হতে চান টুর্নামেন্টসেরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হারিস রউফ বলেন, ‘খুবই গরম ছিল আজ। তবে পেশাদার খেলোয়াড় হিসেবে এমন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়। পিএসএলে লাহোরের হয়ে এই মাঠে খেলি। এখানকার লোকজন আমাদের কাছ থেকে এমন পারফরমেন্সই চায়। তাই বড় জয়ে আমি খুব খুশি।’
বাংলাদেশের বিপক্ষে ৬ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন রউফ। মোট ৯ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি এখন রউফই।