কানাডার টরেন্টোতে অন্টারিও আওয়ামী লীগের উদ্যোগে ৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষ্যে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ডেনফোর্থের রেড হর্ট তান্দুরীতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন কানাডায় বসবাসরত আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
অন্টারিও আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক লিটন মাসুদ, সভাপতিত্ব করেন বাকসুর সাবেক ভিপি ও অন্টারিও আওয়ামী লীগের সহ-সভাপতি ফায়েজুল করিম, দোয়া পরিচালনা করেন সহ-সভাপতি জামাল উদ্দিন নান্নু।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ যাতে আবারও সরকার গঠন করে, সে লক্ষ্যে কানাডা থেকে ব্যাপক প্রচারণার জন্য নির্বাচনী প্রচারণা কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়।
আলোচনায় অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা নাজমুল হোসেন মনা, অন্টারিও আওয়ামী লীগে সহ-সভাপতি জামাল উদ্দিন নান্নু, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নওশের আলী, সহ-সভাপতি এডভোকেট রাধিকা রঞ্জন চৌধুরী, আনোয়ারুল আলম কামাল, মুশফাকুর আকন্দ, দপ্তর সম্পাদক খালেদ শামীম, প্রভাষক ম্যাক তারিক, নাসের হায়দার, শাকিল আহম্মেদ।
এছাড়াও কানাডা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ জসিম উদ্দিন, সম্পাদক ঝোটন তরফদার, মোরশেদ আহমেদ মুক্তা, আব্দুল মান্নান, আব্দুল এস বি এম হামিদ। স্বেচ্ছাসেবক লীগের তাজুল ইসলাম, জাকির হোসেন। কানাডা ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমান, তৌহিদ খান আশিক, তৌহিদুর রহমান খান দূর্জয়, ফয়সাল কবির নাহিদ, মো: আমির আফজাল জনি, ফুয়াদ হোসেন ফাহিম, রেজাউল ইসলাম, কায়সুর খান, আসাদ উদ জামান, রোকন চৌধুরী, মো: সোহাগ হোসেন, মো: সাকিব, রবিন ঢালীসহ অনেকে।