অনুশীলনে চোট পেয়ে কপালে ৭ সেলাই পড়ল হার্দিকের

0

টসের সময় প্রথম দেখা গিয়েছিল ছবিটা। মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার বাঁ চোখের ওপরে কপালে ব্যান্ডেজ বাঁধা। তখনই আলোচনা শুরু হয়েছিল, কী হয়েছে হার্দিকের? কীভাবে চোট পেলেন তিনি? পরে জানা গেল রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলা শুরুর আগে চোট পেয়েছেন হার্দিক।

রাজস্থানের বিপক্ষে সেই কারণে একটি বিশেষ ধরনের চশমা পরেছিলেন হার্দিক। সেই চশমা কপালের ব্যান্ডেজের ওপরে ছিল। তার কপালে সাতটি সেলাই পড়েছে। তার চোখের ওপর এমনভাবে সেই চশমা ছিল যাতে আবার কপালে চোট না লাগে। ম্যাচ চলাকালে অবশ্য আর চোট পাননি হার্দিক। 

ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।

কপালে চোট পেলেও মাঠে তার কোনো প্রভাব দেখা যায়নি। চার নম্বরে ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেছেন। প্রথমে কিছুটা ধীর গতিতে খেললেও যত ইনিংস গড়িয়েছে তত হাত খুলেছেন তিনি। শেষ দিকে ফজল হক ফারুকির এক ওভারে নিয়েছেন ২২ রান।

সবমিলিয়ে ২৩ বলে ৪৮ রানের ইনিংস খেলেছেন হার্দিক। ৬টি চার ও একটি ছক্কা মেরেছেন তিনি। সূর্যকুমার যাদবের সঙ্গে হার্দিকের জুটিতে মুম্বাইয়ের রান ২১৭ পর্যন্ত নিয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here