‘অনুমতি ছাড়া শুটিংয়ের ভিডিও প্রকাশে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রযোজক’

0
‘অনুমতি ছাড়া শুটিংয়ের ভিডিও প্রকাশে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রযোজক’

নাটকের শুটিং স্পট থেকে অনুমতি ছাড়া ভিডিও তুলে তা প্রকাশ করে অর্থ আয়ের চর্চা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা নিলয় আলমগীর। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে প্রযোজকদের ক্ষতির দিকটি সামনে এনেছেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে নিলয় লিখেছেন, ‘নাটকের প্রযোজক বা চ্যানেল মালিক টাকা ইনভেস্ট করে নাটক বানান। ইউটিউব, ফেসবুক, টিভি ও ব্র্যান্ডিংয়ের মাধ্যমে সেই টাকা তুলতে হয়। এর বিপরীতে অভিনয়শিল্পী থেকে শুরু করে পরিচালক, সহকারী পরিচালক, সিনেমাটোগ্রাফার, প্রোডাকশন, লাইটগ্রাফার, মেকআপ, হাউস, স্ক্রিপ্টরাইটার, ফটোগ্রাফার—সকলেই পারিশ্রমিক নেন।’

তবে সম্প্রতি শুটিং ইউনিটের অনেকেই নিয়ম ভেঙে বিহাইন্ড দ্য সিন (বিটিএস) ভিডিও করছেন এবং তা সামাজিক মাধ্যমে আপলোড করে ডলার আয় করছেন বলে অভিযোগ তোলেন নিলয়।

তিনি বলেন, ‘পারিশ্রমিক নেওয়ার পরেও অনেকে শুটিং চলাকালীন ভিডিও শুট করে নিজের ফেসবুক আইডি বা পেজে পোস্ট করেন। কেউ কেউ বলেন, প্রমোশন করছেন। প্রশ্ন হলো—এই প্রমোশন প্রযোজকের জন্য কতটা লাভজনক? প্রমোশন দরকার হলে প্রযোজকই সেটা ঠিক করবেন।’

অভিনেতা আরও দাবি করেন, এই বিটিএস ভিডিও থেকে গোপনে ইউটিউব চ্যানেল খুলে অনেকেই আয় করছেন। তার ভাষ্য, ‘শুটিং ইউনিটের কেউ কেউ সিক্রেট চ্যানেল খুলে ফেলেছেন। কেউ নিজেরা ভিডিও সংগ্রহ করছেন, কেউবা শিল্পীদের আইডি থেকে কনটেন্ট সংগ্রহ করে সেখানে দিচ্ছেন। এতে আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রযোজকরাই।’

এমন পরিস্থিতিতে নিলয়ের প্রশ্ন, ‘এখন যদি কোনো প্রযোজক আইনি পদক্ষেপ নেন, তাহলে বিপদে পড়বেন কারা?’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here