অনুমতি ছাড়াই ছবি-ভিডিও ব্যবহার, আদালতে সুরক্ষা চাইলেন শিল্পা

0
অনুমতি ছাড়াই ছবি-ভিডিও ব্যবহার, আদালতে সুরক্ষা চাইলেন শিল্পা

হরহামেশাই তারকাদের ব্যক্তিগত ছবি-ভিডিও ব্যবহার করেন অনেকে। এ ক্ষেত্রে অনুমতির যে ব্যাপারটা আছে সেটা বোধহয় অনেকেই এড়িয়ে যান। এবার বিষয়টিতে আইনি পথে হাঁটলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। গেলেন মুম্বাই হাইকোর্টে।

অভিনেত্রীর অভিযোগ, বেশ কিছু সংস্থা তার অনুমতি না নিয়ে ছবি ও ভিডিও ব্যবহার করছে। অসংখ্য অজানা ওয়েবসাইটে ব্যবহৃত হচ্ছে শিল্পার বিভিন্ন ছবি। যা ব্যবহারের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলো তার কাছ থেকে কোনোরকম অনুমতি নেয়নি। এসব ছবি ব্যবহার করে চলছিল সেইসব সংস্থার পণ্যের বিজ্ঞাপন। 

শিল্পার আইনজীবী জানিয়েছেন, তার মক্কেল অর্থাৎ শিল্পা বহু বছর ধরে কঠোর পরিশ্রমে নিজের পরিচয় তৈরি করেছেন। সেক্ষেত্রে তার সুনাম, মর্যাদা ও পরিচিতিকে ব্যবহার করে কেউ বাণিজ্যিকভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করলে আইনি পথে হাঁটবেন অভিনেত্রী। একইসঙ্গে মুম্বাই হাইকোর্টের কাছে তার আবেদন, শিল্পার পরিচিতিকে যেন সুরক্ষা দেওয়া হয়।

অন্যদিকে, শিল্পা ও তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আর্থিক জালিয়াতি থেকে শুরু বিদেশের মাটিতে জন্মদিন পালন করতে গিয়ে সেখানকার নাগরিকের সঙ্গে দুর্ব্যবহার। এ ছাড়া পর্নকাণ্ডে জড়িয়েছে এই তারকা দম্পতির নাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here