ভারতে অবৈধ অনুপ্রবেশ এবং বৈধ নথি ছাড়া দীর্ঘদিন বসবাসের অভিযোগে তামিলনাড়ুতে বিশেষ অভিযান চালিয়ে ৩১ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতভর তিরুপুর জেলার অধীন তিরুপুর সিটি ও গ্রামীণ এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করে কোয়েম্বাটুর ‘সন্ত্রাস দমন শাখা’র (ATS) সদস্যরা।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সুপার ভি. নারায়নণের নেতৃত্বে এটিএস’এর পাঁচটি টিম গঠন করে তিরুপুর শহর এবং গ্রামীণ এলাকার একাধিক জায়গায় অভিযান চালানো হয়। সেখান থেকেই এই ৩১ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়। গত কয়েক মাস ধরে এই এলাকায় অবৈধভাবে তারা বসবাস করছিল এবং বিভিন্ন বেসরকারি সংস্থায় কর্মরত ছিল বলে জানা গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এটিএস’এর তদন্তকারী কর্মকর্তারা জানতে পেরেছেন, অভিযুক্ত বাংলাদেশি নাগরিকদের অধিকাংশই সীমান্ত পেরিয়ে প্রথমে পশ্চিমবঙ্গে প্রবেশ করে। সেখানকার স্থানীয় নথি দিয়ে আধার কার্ডসহ ভারতীয় সরকারি পরিচয়পত্র সংগ্রহ করে। পরে সেখান থেকে ট্রেনে তিরুপুর ও কোয়েম্বাটুরসহ বিভিন্ন জায়গায় এসে পৌঁছায়। সেখানে মূলত গেঞ্জি তৈরীর কারখানায় কাজ নেয় ওই বাংলাদেশিরা। তারা প্রত্যেকেই নিজেদেরকে পশ্চিমবঙ্গের নাগরিক বলে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করছিল। গ্রেফতারকৃত বাংলাদেশিদের কাছ থেকে আধার কার্ডসহ ভারতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান সেগুলি সবই ভুয়া। যদিও এর সত্যতা যাচাই করতে ইতিমধ্যেই স্থানীয় পুলিশকে সাথে নিয়ে তদন্তে নেমেছে এটিএস।
গ্রেফতারকৃত বাংলাদেশিদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ২৮ জনকে পাল্লাদাম পুলিশ থানা এবং বাকি ৩ জনকে ও নাল্লুর পুলিশ থানার হাতে তুলে দেওয়া হয়।