অনির্দিষ্টকালের জন্য ছিটকে গেলেন ইসাক

0
অনির্দিষ্টকালের জন্য ছিটকে গেলেন ইসাক

বড়দিনের আনন্দ উবে যেতে বসেছে আলেকসান্দার ইসাক ও তার দল লিভারপুলের। সবশেষ ম্যাচে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে পায়ে চোট পাওয়া এই ফরোয়ার্ডের অস্ত্রোপচার করা হয়েছে। তাতে অনির্দিষ্টকালের জন্য ছিটকে গেছেন তিনি।

প্রিমিয়ার লিগে গত শনিবার লিভারপুলের ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে বদলি নামার ১১ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে নেন ইসাক। তবে গোলের জন‍্য শট নেওয়ার সময়ই মিকি ফন ডে ফেনের চ্যালেঞ্জে আঘাত পান ইসাক। কোনো উদযাপনও করতে পারেননি তিনি। চিকিৎসা নেওয়ার পর দুই জনের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন সুইডিশ স্ট্রাইকার।

ইসাকের চোট নিয়ে ওইদিনই কোচ আর্না স্লটের কণ্ঠে ছিল শঙ্কা। সেটাই সত্যি হয়েছে। লিভারপুলের পক্ষ থেকে ২৬ বছর বয়সী ফরোয়ার্ডের অস্ত্রোপচার হওয়ার বিষয়ে জানানো হয়েছে। ক্লাবটি এক বিবৃতিতে জানায়- রোগ নির্ণয়ের পর ইসাকের অ্যাঙ্কেলে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে, তার চিড় ধরা ফিবুলারও অস্ত্রোপচার হয়েছে। এএক্সএ ট্রেনিং সেন্টারে ইসাকের পুনর্বাসন চলবে, তার মাঠে ফেরার সম্ভাব্য কোনো সময় নির্ধারণ করা হয়নি।

নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এবং অনেক নাটকীয়তার পর, গ্রীষ্মের দলবদলের একেবারে শেষ সময়ে ১৭ কোটি ডলারের ব্রিটিশ ট্রান্সফার ফির রেকর্ড গড়ে লিভারপুলের যোগ দেন ইসাক। কিন্তু নতুন ঠিকানায় প্রত্যাশার প্রতিদান এখনও তিনি দিতে পারেননি। প্রিমিয়ার লিগে ১০ ম্যাচ খেলে দুটিসহ লিভারপুলের জার্সিতে এখন পর্যন্ত করতে পেরেছেন তিনটি গোল। এবার তো ছিটকেই পড়লেন মাঠের বাইরে।

লিগে পরের ম্যাচে আগামী শনিবার ঘরের মাঠে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিপক্ষে খেলবে লিভারপুল। ইসাকের চোট কেবল লিভারপুলের জন্যই দুর্ভাবনার নয়, তার জাতীয় দল সুইডেনের জন্যও দুশ্চিন্তার। আগামী মার্চে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে খেলবে সুইডেন। সেখানে সেমি-ফাইনালে তাদের প্রতিপক্ষ ইউক্রেইন। এই ম্যাচে ইসাকের খেলার সম্ভাবনা এখন অনেকটাই ক্ষীণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here