অনসূয়ার হাতে কানের সেরা অভিনেত্রীর পুরস্কার

0

৭৭তম কান চলচ্চিত্র উৎসবে প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে ‘আন সার্টেন রিগার্ড’ বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেলেন কলকাতার মেয়ে অনসূয়া সেনগুপ্ত।

‘দ্য শেমলেস’ সিনেমার জন্য তিনি এই পুরস্কার পান। এই প্রথম কান-এ কোনও ভারতীয় অভিনেত্রী এই বিভাগে পুরস্কৃত হলেন। তবে অনসূয়ার কর্মজীবনের শুরুটা অনেক বছর আগে। বাংলা ছবিতেও কাজ করেছেন তিনি। অঞ্জন দত্তের ‘ম্যাডলি বাঙালি’ ছবিতে তানিয়ার চরিত্রে দেখা যায় অনসূয়াকে।

কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে সেরা অভিনেত্রীর সম্মান পাওয়ার সেই বিশেষ মুহূর্ত নিজের সোশ্যাল ওয়ালে শেয়ার করে অনসূয়া লিখেছেন, ‘দ্য শেমলেস ফটোকল, ১৭ মে, ২০২৪ এই দিনটা আমি কোনোদিন ভুলব না। অসংখ্য ধন্যবাদ’।

সিনেমায় অনুসূয়ার চরিত্রের নাম রেনুকা। সিনেমাটিতে উঠে এসেছে একজন যৌনকর্মীর কথা। যিনি দিল্লির একটি পতিতাপল্লীতে একজন পুলিশকে হত্যা করে পালিয়ে যান।
 
অনসূয়া সেনগুপ্তর পড়াশুনো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন। মুম্বাইয়ের প্রোডাকশন ডিজাইনারের কাজ করেন অনসূয়া সেনগুপ্ত। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here