অনলাইন শপিং সহজ করতে ওপেনএআই-এর নতুন টুল

0
অনলাইন শপিং সহজ করতে ওপেনএআই-এর নতুন টুল

ওপেনএআই চ্যাটজিপিটিতে ‘শপিং রিসার্চ’ নামে নতুন এআই–চালিত ফিচার চালু করেছে। সব ব্যবহারকারী বিনামূল্য থেকে পেইড এই টুল ব্যবহার করতে পারবেন। সহজ ভাষায় প্রয়োজন জানালেই চ্যাটজিপিটি কয়েকটি প্রশ্ন করে ওয়েব থেকে তথ্য এনে উপযুক্ত পণ্যের তালিকা সাজিয়ে দেবে।

এই ফিচারটি জিপিটি–ফাইভ মিনি এর বিশেষ সংস্করণে চালু করা হয়েছে। শপিং–সংক্রান্ত কাজে এই ভার্সন আলাদা করে প্রশিক্ষিত। ওপেনএআই জানিয়েছে, আগের তুলনায় এখন এটি দ্বিগুণের বেশি ব্যবহারকারীর চাহিদা নির্ভুলভাবে মিলিয়ে পণ্য সাজেস্ট করতে সক্ষম এটি।

অনলাইন বাজারে প্রতিযোগিতা বাড়ার মধ্যেই এই ফিচার আসছে। অ্যামাজন তাদের ‘রুফাস’ শপিং অ্যাসিস্ট্যান্টে নতুন সুবিধা যোগ করেছে, আর গুগলও স্থানীয় দোকানে দাম ও স্টক যাচাই করার টুল চালু করেছে।

ওপেনএআই বলছে, তারা নির্দিষ্ট কোনো দোকান নয় বরং ওয়েবজুড়ে তথ্য খুঁজে নিরপেক্ষ সাজেশন দেয়। তবে অ্যামাজনের পণ্যের তালিকা বর্তমানে সরাসরি দেখায় না; চাইলে ব্যবহারকারী নিজে অ্যামাজনে গিয়ে যাচাই করতে পারেন।

চ্যাটজিপিটিতে প্রতিদিন প্রায় ৫ কোটি শপিং–সংক্রান্ত প্রশ্ন আসে। বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন ফিচারটি অনলাইন কেনাকাটায় এআই–নির্ভর প্রতিযোগিতা আরও বাড়াবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here