প্যারাসুট অ্যাডভান্সড অনিয়ন হেয়ার গ্রোথ অয়েল’র উদ্বোধন উপলক্ষে বিউটি এক্সপার্ট নাভিন আহমেদ, মিডিয়া ব্যক্তিত্ব মুমতাহিনা চৌধুরী টয়া এবং রাবা খান সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ক্যাম্পেইন শুরু করেছেন। এই ক্যাম্পেইনের আওতায় ২২ জন নারী দেশের শীর্ষস্থানীয় একটি সেলুনে বিনামূল্যে এক অনন্য অভিজ্ঞতা লাভের সুযোগ পাবেন।
ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য নাভিন, রাবা কিংবা টয়া’র অফিসিয়াল ফেইসবুক ও ইন্সটাগ্রাম পেইজে তাদের শেয়ারকৃত ক্যাম্পেইন ভিডিও’র কমেন্ট সেকশনে গিয়ে #PAOnionHairGrowthOil হ্যাশট্যাগ ব্যবহার করে নিজ নিজ বন্ধুদের ট্যাগ করতে হবে। কমেন্টগুলো থেকে ১১ জন ভাগ্যবান বিজয়ী বাছাই করা হবে এবং প্যারাসুট অ্যাডভান্সড অনিয়ন হেয়ার গ্রোথ অয়েল’র পক্ষ থেকে প্রত্যেকে তার একজন বন্ধুসহ শীর্ষস্থানীয় একটি সেলুনে বিশেষ হেয়ার স্পা সেশনে অংশগ্রহণের সুযোগ পাবেন।