অনন্য কীর্তি গড়লেন ধনঞ্জয়া, শ্রীলঙ্কার লিড ৪০০ ছাড়িয়েছে

0

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও চাপের মুখে ঢাল হয়ে দাঁড়িয়ে গেলেন ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। যদিও সেঞ্চুরির পর ধনঞ্জয়াকে থামিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তবে এরই মধ্যে শ্রীলঙ্কার লিড ৪০০ ছাড়িয়েছে। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩১১ রান করেছে তারা।

দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে অনন্য কীর্তিতে নাম লিখিয়েছেন ধনঞ্জয়া। প্রথম লঙ্কান অধিনায়ক হিসেবে এক ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরির দেখা পেলেন তিনি। শুধু তা-ই নয়, গত ১০ বছরে এই প্রথম কোনো লঙ্কান ব্যাটার জোড়া সেঞ্চুরির নজির গড়লেন।

৫ উইকেট হাতে নিয়ে তৃতীয় দিনে ২১১ রানের লিড নিয়ে মাঠে নামে শ্রীলঙ্কা। প্রথম সেশনে কেবল একটি উইকেটই ফেলতে পারে বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here