ঢাকা ডেন্টাল কলেজের (ডি-১০) অধ্যাপক ডা. মো. ফজলুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্থানীয় সময় সোমবার ইংল্যান্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
কলেজের অধ্যক্ষ এবং বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
এরপর থেকে সেখানেই অবস্থান করছিলেন তিনি। সেখানে ওরাল সার্জারিতে এমএস সম্পন্ন করার পর পিএইচডি করেন অধ্যাপক ডা. ফজলুল হক।
ডা. ফজলুল মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি।