অধিনায়ক হিসেবে সুজনের পছন্দ কে?

0

বিসিবি পরিচালকরা ভীষণ ব্যস্ত। টিম ম্যানেজমেন্টও ব্যস্ত। ক্রিকেট বোর্ড কর্তারা ব্যস্ত নতুন অধিনায়কের সন্ধানে। বিশ্বকাপের মাস দুয়েক আগে খুঁজে নিতে হবে নতুন নেতাকে। এ নিয়ে জোর আলোচনায় আছেন দুজন। এতদিনের সহ অধিনায়ক লিটন দাস। তার নেতৃত্বে ভারতের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ, খেলেছে আফগানিস্তানের বিপক্ষে শেষ দুই ওয়ানডে। অন্যজন সাকিব আল হাসান, টেস্ট ও টি-টোয়েন্টি দলের নেতৃত্ব তার হাতে। এ দু’জনের মধ্যে কে পাবেন নেতৃত্ব? দেশের ক্রিকেটে সবচেয়ে বড় আলোচনা এখন এ নিয়েই।

এশিয়া কাপ ও বিশ্বকাপে অধিনায়ক হিসেবে সাকিবকেই পছন্দ বিসিবি পরিচালক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের। কেন? এর কারণও ব্যাখ্যা করেছেন তিনি। অভিজ্ঞতা ও ক্রিকেটীয় ব্রেইনের কারণেই সুজনের কাছে এগিয়ে সাকিব। তবে লিটনকে দায়িত্ব দিলেও বড় কোনো বিষয় হবে না বলে বিশ্বাস তার।

‘কিন্তু একই সঙ্গে শান্ত, মিরাজ, লিটন এরা তৈরি হবে। আর্মব্যান্ডটা একদিন ওদের হাতে যাবে। তামিম আজকে করতে চাচ্ছে না, সাকিব হয়তো অবসর নেবে এক সময়, মুশফিক অবসর নেবে। তখন এরাই সিনিয়র ক্রিকেটার হবে। তারপরও বলি লিটনকে দিলে সাকিবের জন্য খুব বড় ইস্যু হবে না। সাকিবকে আমি ব্যক্তিগতভাবে চিনি, সাকিবের কাছে এসব মেটারই করে না। সাকিব লিটনকে আরও অনেক বেশি সাহায্য করবে।’

সুজন আরও বলেন, ‘বোর্ড যদি মনে করে লিটন, তাহলে লিটন দাস। এটা কোনো সমস্যা না। ও যে তৈরি না, এটা বলাও ঠিক হবে না। ক্লাব লেভেলে এতদিন ধরে খেলছে, জাতীয় দলে। ওর অভিজ্ঞতা অনেক ভালো। শেষ পারফরম্যান্স যদি বলি ভারতের বিপক্ষে সিরিজ জিতেছে যেহেতু, বারবার লিটনের কথা আসবে। কিন্তু আমি মনে করি সাকিব এখনও আছে যেহেতু, আমাদের খুব ভালো একটা পছন্দ আছে আসলে। ’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here