অধিনায়ক হওয়ার চেয়ে ঢাকার জয়ই সাব্বির রহমানের কাছে বেশি গুরুত্বপূর্ণ

0
অধিনায়ক হওয়ার চেয়ে ঢাকার জয়ই সাব্বির রহমানের কাছে বেশি গুরুত্বপূর্ণ

নতুন মৌসুমে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলতে যাচ্ছেন সাব্বির রহমান। প্রস্তুতি, বিতর্ক ও প্রত্যাশা—সবকিছু নিয়েই খোলামেলা কথা বলেছেন তিনি। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সাব্বির জানালেন, তার কাছে নেতৃত্ব বা ক্যাটাগরি নয়, বরং মাঠে পারফরম্যান্সই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বিপিএলের নিলামে ছিলেন ‘সি’ ক্যাটাগরিতে। এ নিয়ে কোনো দাবি বা চাপ ছিল না বলে জানান সাব্বির। তার ভাষায়, ‘রিজিকের মালিক আল্লাহ। দল পেয়েছি, খেলার সুযোগ পেয়েছি—এটাই আমার জন্য যথেষ্ট। ভালো খেলতে পারলেই ভালো লাগবে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে তার দেওয়া স্ট্যাটাসগুলো নিয়ে আলোচনা-সমালোচনা পিছু ছাড়ে না। এ প্রসঙ্গে সাব্বির পরিষ্কার জানিয়ে দিয়েছেন—এসব পোস্ট কারও উদ্দেশে নয়, পুরোপুরি ব্যক্তিগত চর্চা। তিনি বলেন, ‘কাউকে মিন করে কিছু লিখি না। নিজের জন্যই দিই, নিজের অনুপ্রেরণা হিসেবে।’

অধিনায়কত্ব নিয়ে চলমান আলোচনায়ও সাব্বির দেখালেন বাস্তবতা। তার মতে, অধিনায়ক হওয়া বড় কথা নয়—দলের প্রয়োজনে রান করাই আসল। ‘অধিনায়ক হয়ে যদি দলের কাজে না আসি, তা মূল্যহীন হয়ে যাবে। অথচ অধিনায়ক না হয়েও যদি গুরুত্বপূর্ণ ১০ রান করতে পারি, সেটাই বেশি মূল্যবান।’

ঢাকা ক্যাপিটালসের মতো তারকাবহুল দলে নেতৃত্ব পাওয়া কঠিন বলে স্বীকার করেন তিনি। দলে আছেন অভিজ্ঞ মোহাম্মদ মিঠুন, দাসুন শানাকা—তাদের কথা উল্লেখ করে সাব্বির বলেন, সুযোগ এলে তিনি অবশ্যই দায়িত্ব নিতে প্রস্তুত, তবে যেই নেতৃত্ব দিন না কেন, তার লক্ষ্য একটাই—দলকে জিততে সাহায্য করা।

নতুন মৌসুম নিয়ে সাব্বিরের লক্ষ্য পরিষ্কার—ব্যাট হাতে কার্যকর অবদান রাখা ও ঢাকার সাফল্যে বড় ভূমিকা রাখা। নেতৃত্ব বা বিতর্ক নয়, জয়ের ধারায় ফিরতে চান এই ব্যাটারই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here