অধিনায়কের নাম ঘোষণা করল সিলেট

0

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়ানোর আগের দিন অধিনায়কের নাম ঘোষণা করেছে সিলেট স্ট্রাইকার্স। এবারের আসরে স্ট্রাইকার্সদের নেতৃত্ব দেবেন আরিফুল হক।

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরিফুলকে অধিনায়কত্ব দেওয়ার খবর নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

এবার বেশ শক্তিশালী দলই গড়েছে সিলেট। দলটির দেশি তারকাদের মধ্যে আছেন জাকির হাসান, জাকের আলি, রনি তালুকদার, তানজিম হাসান সাকিব ও আল আমিন হোসেনের মতো ক্রিকেটাররা। বিদেশিদের মধ্যে রয়েছেন রিস টপলি, পল স্টার্লিং ও রাকিম কনওয়েলরা।

বিপিএল উপলক্ষ্যে অধিনায়কের নাম ঘোষণা করেছে বেশিরভাগ দলই। গত আসরে শিরোপা এনে দেওয়া তামিমের কাঁধেই অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছে ফরচুন বরিশাল। রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। গত আসরেও তিনি ছিলেন দলটার অধিনায়ক। কিছুদিন আগেই দলকে জিতিয়েছেন গ্লোবাল সুপার লিগও।

এদিকে, নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে ঘোষণা দিয়ে ঢাকা ক্যাপিটালস জানায়, এই আসরে দলের অধিনায়কের ভূমিকায় থাকছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা। আর নিজেদের অধিনায়ক হিসেবে এনামুল হক বিজয়ের নাম ঘোষণা করেছে রাজশাহী।

এছাড়া, আর চিটাগাং কিংসের অধিনায়ক হিসেবে থাকছেন মোহাম্মদ মিঠুন। এখন কেবল খুলনা টাইগার্সের অধিনায়কদের নামের জন্য অপেক্ষা করতে হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here