অধিনায়কদের ফটোশুটে পাকিস্তানে যাবেন না রোহিত

0

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারত-পাকিস্তান বোর্ডের বিতর্ক চলছেই। পাকিস্তানে ভারতীয় দলকে না পাঠানো নিয়ে শুরু। তারপর জার্সি ও কিটসে আয়োজক দেশের নাম না রাখা নতুন বিতর্ক সৃষ্টি করে ভারত। 

এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অধিনায়কদের সাংবাদিক সম্মেলন ও ফটোশুটে পাকিস্তানে যাবেন না ভারতীয় অধিনায়ক। সেই অনুষ্ঠানে রোহিত শর্মাকে যোগ দেওয়ার অনুমতি দেয়নি বিসিসিআই। 

একটি ভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সাংবাদিক সম্মেলনের ও ফটোশুটের অনুষ্ঠান দুবাইয়ে করার জন্য আইসিসিকে আবেদন জানিয়েছে বিসিসিআই। যাতে রোহিত উপস্থিত থাকতে পারে। যা শুনে প্রচণ্ড ক্ষেপেছেন পিসিবির কর্তারা। 

সমস্যা শুধু এখানেই নয়, ভারতের জার্সিতে পাকিস্তানের নাম লেখা চ্যাম্পিয়ন্স ট্রফি লাগানো নিয়েও ঝামেলা বেধেছে। ভারত এই লোগো জার্সিতে লাগাতে রাজি নয়। 

পাকিস্তানের সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এক পিসিবি কর্মকর্তা বলেন, ‘বিসিসিআই ক্রিকেটের মধ্যে রাজনীতি নিয়ে আসছে। এটা খেলার জন্য ভাল নয়। ওরা পাকিস্তানে আসতে চায়নি। অধিনায়ককেও ছবি তোলার জন্য পাঠাতে রাজি নয়। এখন শুনছি, জার্সিতে পাকিস্তানের নামও রাখতে চাইছে না। আশা করব আইসিসি এমনটা হতে দেবে না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here