আসন্ন আইপিলে মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন ভারতীয় পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। রোহিত শর্মাকে নেতৃত্বের আসন থেকে সরিয়ে দিয়েছে দলটি।
সর্বশেষ ১১ মৌসুমে রোহিতের অধীন পাঁচ বার আইপিএল জিতেছে মুম্বাই।
তবে এবার মুম্বাইয়ে ফেরেন পান্ডিয়া।
অধিনায়ক পরিবর্তনের বিষয়ে মুম্বাই ইন্ডিয়ানসের গ্লোবাল হেড অব পারফরম্যান্স মাহেলা জয়াবর্ধনে এক বিবৃতিতে জানিয়েছেন, ভবিষ্যত নেতৃত্ব তৈরি করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে সাবেক অধিনায়ক শচীন টেন্ডুলকার, হরভজন সিং ও রিকি পন্টিং হয়ে রোহিতের উদাহরণ টানা হয়েছে।