পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করলেন বাবর। বুধবার এক বিবৃতিতে বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতি দিয়ে পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর বিষয়টি জানান ডানহাতি এই ব্যাটার।
পাকিস্তানের বিশ্বকাপ ব্যর্থতার মাঝেই তাদের প্রধান নির্বাচক ইনজামাম উল হক পদত্যাগ করেন। এরপর বিশ্বকাপ শেষে তাদের বোলিং কোচ দায়িত্ব ছেড়ে দেন। সব মিলিয়ে পিসিবিতে অস্থিরতা চলছিল। এসবের মাঝেই জোর দাবি উঠে বাবর আজমকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য।
বাবর তার বিবৃতিতে আরও বলেন, আমি খেলোয়াড় হিসেবে পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটে খেলা চালিয়ে যাবো। আমি আমার দল এবং নতুন অধিনায়ককে আমার অভিজ্ঞতা ও নিবেদন দিয়ে সমর্থন করে যাবো।