হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা মুসা আবু মারজুক বলেছেন, অদূর ভবিষ্যতে জিম্মি আলোচনায় সাফল্য আসতে পারে।
মিশরীয় আল-ঘাদ চ্যানেলের সাথে একটি সাক্ষাৎকারে আবু মারজুক বলেছেন, তাদের গোষ্ঠীর দৃষ্টিকোণ থেকে জিম্মি চুক্তির প্রধান বাধা হলো- গাজা উপত্যক থেকে ইসরায়েলের স্থল বাহিনী প্রত্যাহার করতে অস্বীকার করা, বিশেষত উত্তর-দক্ষিণ সালাহ আল-দিন অক্ষ এবং উপকূলীয় রশিদ রাস্তা থেকে।
তিনি আরও বলেন, হামাস প্রত্যেক ইসরায়েলি জিম্মির জন্য ৫০০ ফিলিস্তিনি বন্দীর মুক্তি দাবি করেছে। ১৩৪ জন ইসরায়েলি নাগরিক এখনও হামাসের হাতে বন্দী রয়েছে। হামাস ‘বিজয় বা শহীদ হওয়া পর্যন্ত তার সংগ্রাম চালিয়ে যাবে’ এবং তার অস্ত্র ত্যাগ করবে না।
উপকূলীয় ছিটমহলের ভবিষ্যৎ সম্পর্কে আবু মারজুক বলেছেন, হামাস এটিকে শাসন করার লক্ষ্য হিসাবে দেখে না। বরং মনে করে, এটি ফিলিস্তিনি কর্তৃপক্ষের উপর পতিত হওয়া উচিত। তিনি যোগ করেন, হামাস সদস্যরা ফাতাহ এবং গণতান্ত্রিক সংস্কার ব্লকের নির্বাসিত নেতা দাহলান সঙ্গে সাক্ষাৎ করেছেন।