অত্যাধুনিক ড্রোনের উপস্থিতিতে সামরিক মহড়া ইরানের

0

বিশাল আকারের সামরিক মহড়া শুরু করেছে ইরানের বিমান বাহিনী। ইরানের মধ্যাঞ্চলীয় ইস্ফাহান প্রদেশে এই সামরিক মহড়া শুরু হয়েছে। এতে ড্রোনসহ পুরোমাত্রায় সামরিক বিমানগুলো অংশ নিচ্ছে।

রবিবার ইস্ফাহানের নাইন কাউন্টির আনারক জেলায় ১১তম এই মহড়া শুরু হয়। 

মহড়া সম্পর্কে বিমান বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা রুদবারি বলেন, মহড়ার প্রধান অংশ থাকবে সামরিক ড্রোনের অভিযান, গোয়েন্দাবৃত্তি এবং ইরানি সামরিক ড্রোনগুলোর ইলেকট্রনিক ওয়ারফেয়ার।

জেনারেল আলী রেজা রুদবারি বলেন, ইরানি প্রশিক্ষকদের কাছে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ মেধাবী ইরানি নাগরিকরা ৯২ ধরনের ইন্টারসেপ্টর ফাইটার, বোমারু বিমান এবং ড্রোন ব্যবহার করবে।

তিনি বলেন, মহড়ার সময় ইরানি ড্রোনের শক্তিশালী উপস্থিতি থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here