এম-১ আব্রামসকে বিবেচনা করা হয় বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক ট্যাংকগুলোর একটি হিসেবে। যুদ্ধে ইউক্রেন ও রাশিয়া সোভিয়েত আমলের যেসব ট্যাংক ব্যবহার করছে, সেগুলো থেকে আব্রামস অনেক শক্তিশালী। চলতি বছরের শুরুতেই ইউক্রেনকে ৩১টি এই ট্যাংক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে পরে তারিখে পরিবর্তন এনে বছরের শেষের দিকের কথা বলা হয়।
এই ট্যাংক দেওয়াটা ওয়াশিংটনের সিদ্ধান্তে বড় বাঁকবদল হিসেবে উল্লেখ করা যেতে পারে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা বলে আসছিলেন, আব্রামস ইউক্রেনীয় সেনাদের জন্য উপযুক্ত নয়। কারণ, এ ট্যাংকের জ্বালানি, অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করার প্রক্রিয়াটা খুবই জটিল। আর এ ট্যাংক চালানোর পদ্ধতিও সহজ নয়।
তবে এ সমস্যা সমাধানের জন্য ইউক্রেনীয়দের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ইউরোপ ও আফ্রিকায় মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মার্টিন ও’ডোনেলের গত মাসে দেওয়া এক বক্তব্যের বরাতে ওয়াশিংটনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) জানিয়েছে, ২০০ ইউক্রেনীয় সেনা আব্রামস ট্যাংক চালানোর প্রশিক্ষণের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন।
আগামী সপ্তাহে ইউক্রেনে পৌঁছানোর কথা রয়েছে আব্রামস ট্যাংকগুলোর। এগুলোতে ব৵বহারের জন্য ‘ডিপ্লিটেড ইউরেনিয়ামের’ তৈরি ১২০ মিলিমিটারের গোলা দেওয়া হবে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়ায় উপজাত হিসেবে এই ইউরেনিয়াম পাওয়া যায়। এ দিয়ে তৈরি গোলাগুলো সুরক্ষাবলয় ভেদ করতে পারে। তবে ডিপ্লিটেড ইউরেনিয়ামের গোলা ব্যবহার নিয়ে বিতর্ক রয়েছে। এর আগে বিভিন্ন যুদ্ধে এই গোলা ব্যবহারের পর সেখানে ক্যানসার, জন্মগত ত্রুটিসহ নানা শারীরিক সমস্যা দেখা গেছে।
আল-জাজিরার প্রতিরক্ষাবিষয়ক বিশ্লেষক আলেক্স গাতোপোউলোস বলেছেন, যুক্তরাষ্ট্রের আব্রামস ও জার্মানির তৈরি লেপার্ড-২-এর মতো নতুন প্রজন্মের ট্যাংকগুলো রাশিয়ার প্রতিরক্ষাবলয় ভেঙে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ। দক্ষিণ ইউক্রেনের সমতল ভূমি ট্যাংক চলাচলের জন্য উপযুক্ত। তবে এ অঞ্চলে মাসের পর মাস ধরে পরিখা ও বাংকার বানিয়ে এবং মাইন পুঁতে প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তুলেছে রুশ বাহিনী। তাই এখনই ইউক্রেনকে আব্রামস ট্যাংক দেওয়ার উপযুক্ত সময়।