অতীতের চেয়ে বাজুস এখন সুসংগঠিত

0

‘বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) অতীতের চেয়ে অনেক বেশি সুসংগঠিত। আগে স্বর্ণ ব্যবসায়ীদের পুলিশি হয়রানির শিকার হতে হতো। এখন কোনো ব্যবসায়ী হয়রানির শিকার হলে দ্রুত ব্যবস্থা নিয়ে সমাধান করা হচ্ছে।’

শনিবার দুপুরে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত বাজুস চট্টগ্রামের দ্বি-বার্ষিক সাধারণ সভায় বক্তারা এসব কথা বলেন।

দ্বি-বার্ষিক সাধারণ সভায় বাজুস চট্টগ্রামের সভাপতি মৃণাল কান্তি ধরের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সহ সম্পাদক মো. শাহজাহান সিদ্দিকী ও রাজীব ধর। সম্পাদকীয় পাঠ করেন বাজুস চট্টগ্রামের সাধারণ সম্পাদক প্রণব সাহা, বার্ষিক আয়-ব্যয়ের তথ্য উপস্থাপন করেন কোষাধ্যক্ষ প্রতাপ ধর। সভায় স্বাগত ব্ক্তব্য রাখেন বাজুস চট্টগ্রামের সহ-সভাপতি সুধীর রঞ্জন বণিক।

এসময় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি সিদুল কান্তি ধর, দিলীপ কুমার ধর, হারাধন মহাজন, বিপ্লব বসাক, লিটন কান্তি ধর, যীশু বণিক, সহ-সম্পাদক কাজল বণিক, প্রদীপ গুহ, অমিত ধর, হিরন্ময় ধর, সুকুমার দে, খোকন ধর, হাজী মোহাম্মদ নুরুল হক, সুজিত কুমার ধর, কার্যকরী সদস্য মিনা নাথ ধর, গোপীনাথ ধর, রুবেল কান্তি ধর, তপন কান্তি ধর, স্বপন চৌধুরী, রণিক বণিক প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here