অতিরিক্ত মদ্যপান, অতঃপর ছেলের ধাক্কায় বাবার মৃত্যু

0

চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত মদপান করে তর্কাতর্কির একপর্যায়ে ছেলের ধাক্কায় গাছে আঘাত লেগে স্বপন (৪৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের গোসাইবাড়ি গ্রামে। মৃত স্বপন- একই এলাকার মৃত আজিজুলের ছেলে। 
জানা গেছে, রবিবার ইফতারের আগে স্বপন অতিরিক্ত মদপান করে নিজ বাড়িতে এসে মাতলামি করে এবং বাড়ির আসবাবপত্র ভাঙচুর শুরু করে।

এদিকে পরদিন সোমবার সকালে অবস্থার অবনতি হলে তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তর‌্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here