অটো ছিনতাইয়ের সময় ধরা পড়লেন দুই নারীসহ চার ছিনতাইকারী

0
অটো ছিনতাইয়ের সময় ধরা পড়লেন দুই নারীসহ চার ছিনতাইকারী

গাইবান্ধা সদরে সংঘবদ্ধ ব্যাটারিচালিত অটো ছিনতাইকারী চক্রের চার সদস্যকে স্থানীয় জনতা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। এর মধ্যে দুইজন নারীও রয়েছেন।

মঙ্গলবার সকালে সদর উপজেলার কুপতলা ইউনিয়নের চান্দেরভিটা এলাকায় অটো ছিনতাইয়ের সময় এই ঘটনাটি ঘটে।

গ্রেপ্তাররা হলেন গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের বারুইপাড়া গ্রামের সৈকত মিয়া (২৯), তার স্ত্রী মনিরা আক্তার (২৫), বোন কনা আক্তার (৩৪) এবং বোনের স্বামী রংপুরের কাউনিয়া উপজেলার হলদিবাড়ি গ্রামের চাঁদ মিয়া (২৬)।

পুলিশ জানায়, সকালে গাইবান্ধা শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে চান্দেরভিটা যাওয়ার জন্য দুই নারীসহ চারজন যাত্রী একটি ব্যাটারিচালিত অটো রিজার্ভ ভাড়া করে। এলাকাটিতে পৌঁছালে যাত্রীরা হঠাৎ অটোচালক আমিনুল ইসলামকে থামতে বলেন। এরপর তারা চালককে বেদম মারধর করে রাস্তার পাশে ফেলে রেখে অটোটি নিয়ে পালানোর চেষ্টা করে।

চালকের চিৎকারে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে অটোসহ চারজনকেই হাতেনাতে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, ‘গ্রেপ্তার চারজন দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে ছিনতাই ও দস্যুতার মামলার প্রস্তুতি চলছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here