ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অটোরিক্সা চালকের পানির জগের আঘাতে মোশারফ হোসেন (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার খোলাপাড়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত মোশারফ হোসেন খোলাপাড়া দুল্লা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
আশুগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মৃণাল কান্তি দাস প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে জানান, সন্ধ্যায় আশুগঞ্জ উপজেলার খোলাপাড়া বাজারে খোলাপাড়া মোল্লা বাড়ির সাইদুর রহমানের ছেলে অটোরিকশা চালক ইমরান (৪০) মোশারফ হোসেনের পায়ে রিক্সা তুলে দেয়। এ ঘটনায় দুজনের মাঝে বাকবিতণ্ডার এক পর্যায়ে ইমরান পাশের চায়ের দোকানের পানির জগ দিয়ে মোশারফের মাথায় আঘাত করে। এতে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে নিয়ে যাবার সময় পথিমধ্যেই তিনি মারা যান।