অটোরিকশা চালকের লাশ উদ্ধার

0
অটোরিকশা চালকের লাশ উদ্ধার

গাজীপুরের টঙ্গী দত্তপাড়া এলাকা থেকে শাহাদত হোসেন (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে দত্তপাড়া দিঘীরপাড় এলাকায় নিজ টিনশেড ঘর থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত শাহাদত টঙ্গী দত্তপাড়া দিঘীরপাড় এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে। তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। 

নিহতের স্বজনরা জানায়, নিহত শাহাদত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতো। ইদানিং তিনি মাদক সেবনে জড়িয়ে পড়েন। এনিয়ে পরিবারের লোকজনের সাথে তার মনোমালিন্য চলছিল। এরই জের ধরে আজ রবিবার ভোররাতে শাহাদত তার নিজকক্ষের আড়ার সাথে বিছানার চাদর দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। সকাল সাড়ে ৭টার দিকে নিহতের মা সাজেদা বেগম ছেলেকে খাবার খেয়ে অটোচালাতে যাওয়ার জন্য ডাকাডাকি করেন। এতে কোনো সাড়া না পেয়ে ঘরের বেড়ার ফাক দিয়ে শাহাদতকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে কান্নাকাটি শুরু করেন। পরে খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here