সিরাজগঞ্জের কাজিপুরে মাদ্রাসায় যাওয়ার পথে অটোরিক্সার ধাক্কায় নুরানী খাতুন (৭) নামে এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে কাজিপুর-শেরপুর মহাসড়কের মোহাম্মদ নাসিম মহিলা কলেজের পশ্চিম পার্শ্বে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের কলেজপাড়া এলাকার নান্নু মিয়ার মেয়ে।
নিহতের বাবা নান্নু মিয়া জানান, সকালে দুই ছেলে-মেয়েকে শ্বশুরবাড়ি থেকে উপজেলার সোনামুখী নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হই। কাজিপুর-শেরপুর সড়কের কলেজপাড়া এলাকার রাস্তা পার হবার সময় দ্রুতগামী একটি আটোভ্যান শিশু নুরানীকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে শিশু নুরানীকে উদ্ধার করে বগুড়ার ধুনটের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।