অজ্ঞান পাটির খপ্পরে বোয়ালমারীতে একজনের মৃত্যু মৃত্যু

0

ফরিদপুরের বোয়ালমারী প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উচ্চমান সহকারী মো. জাহিদুর রহমান তালুকদার কর্মস্থলে যাওয়ার পথে লোকাল বাসের মধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি জেলার নগরকান্দা উপজেলার চরযৌশরদি ইউনিয়নের দহিসারা গ্রামের হাজী আব্দুর রউফ তালুকদারের ছেলে। 

রবিবার সন্ধ্যার দিকে ওই কর্মচারির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা শিক্ষা মো. অফিসার আবু আহাদ মিয়া। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহামুদ হোসেন বলেন, শিক্ষা অফিসের এক কর্মচারিকে অজ্ঞান অবস্থায় লোকজন নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর মেডিকেলে স্থানান্তর করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে বিষয়টি জানতে পেরেছি। 

গতকাল রবিবার সন্ধ্যায় এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. অফিসার আবু আহাদ মিয়া বলেন, সকাল সাড়ে ১০টায় খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থল থেকে জাহিদুর রহমানকে শিক্ষকদের সহায়তায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভর্তি করা হয়। সন্ধ্যার পরপরই চিকিৎসাধীন অবস্থায় জাহিদুর রহমান মারা যান। আমার এ কর্মচারির মৃত্যুতে আমরা শোকাহত। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here